মেরুর বরফ নাকি
গলে হবে জল,
এই জল গিলে খাবে
অনেকটা স্থল!
এই জেনে ইদানীং
ঘুম নেই কারো,
অতি লোভে এভাবেই
মানুষের বারো।
বাজবে যে জানত তা
বিজ্ঞানী দল,
তাদের কথার দাম
কে-ই দিল বল?
দিকে দিকে তাই এত
জলের আকাল,
কী যে হবে শেষদিনে
জানে মহাকাল।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে