ছড়ার পাতা-এখন তবে-টুম্পা মিত্র সরকার শীত২০২২

এই লেখকের আগের ছড়া-ভোর জাগে, ফুলকুমারীর গাঁয়ে

chhoraekhan tabe

বৃষ্টি থামার শেষে
তোমায় আমি নিয়ে যাব
রূপকথার এক দেশে।
সেই যেখানে নদীর ধারে
থাকবে সদাগর৷
ময়ূরপঙ্খী নাওয়ে চড়ে
আমরা পরস্পর
পৌঁছে যাব
উলুকঝুলুক অলকপুরীটাতে৷
সেই যেখানে রোদ ঝরঝর প্রাতে
ব্যাঙ্গমীরা গাইছে বসে গান৷
প্রাণভোমরায় আগলে রাখা
রাক্ষসেরই জান—
শেষ হবে ঠিক
রাজার কুমার এলে৷
খুশির পাখা মেলে
উঠবে জেগে রাজার মেয়ে
সাজিয়ে বরণডালা,
পরিয়ে দেবে রাজার ছেলের
কণ্ঠে বিজয়মালা৷
বৃষ্টি থামার পরে
তোমায় আমি নিয়ে যাব
মস্ত তেপান্তরে৷
এখন তবে পড়তে বসো
চুপটি করে ঘরে৷

জয়ঢাকের ছড়া সংগ্রহ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s