সমস্ত আবু হোসেনি ছড়া

রাত্রে কে যেন বাইরে—উঠোন থেকে
উঠছিল হেঁকে হেঁকে?
সিংহেরা যেন মেতেছিল তরজায়?
দুমদুম করে থাবার ধাক্কা
দিয়েছিল দরজায়?
সকালে শহর হয়ে গেল কেন সাদা?
উঁচু উঁচু সব বরফের ঢিবি
দেখিয়ে বলেছে দাদা
এটা বাঘ আর এইটে ভালুক
ওই যে ঢিবিটা? হাতি
কাল সারারাত করেছিল মাতামাতি
দোর ধরে নাড়া হাঁকহাকানির ধুম
সকাল হতেই বরফের বিছানাতে
দিয়েছে কেমন ঘুম!
ছবি: নাতালিয়া স্টোইকো
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে