সৌমেন দাসের আগের ছড়া – ধবধবে চাঁদখানা,ইরিং বিরিং তিড়িং ছা

ভালো ছিল
মন্দ ছিল
সপ্তসুরের
ছন্দ ছিল।
তেপান্তরের
মাঠ পেরিয়ে
দুপুরবেলায়
জোটা ছিল।
ছুটির দিনে
ঠাকুরদাদার
মনকাড়া সব
গল্প ছিল।
ইচ্ছেডানায়
খেই হারিয়ে
পরির দেশে
পাড়ি ছিল।
স্মৃতি যত
উজাড় করে
সবখানি সে
আমায় দিল।