সন্দীপ মণ্ডলের আগের ছড়া- কাঁঠালবেড়ি, গল্পের গরু, তাল

এবার শীতে, ভীষণ শীতে, সান্দাকফু গিয়ে
ঘটনা যা ঘটল বলি, শোনো না মন দিয়ে!
ভয়ানক এক তুষারঝড়ে পথ হারিয়ে একা,
ঝাপসা আলোয়, খাদের ধারে পেলাম তাহার দেখা।
শুভ্র বরণ, দীর্ঘ গড়ন লোমশদেহী হাঁটে
বিরাট দুটি চরণচিহ্ন রেখে ধবল মাঠে।
মনটা আমার চেঁচিয়ে ওঠে—ইয়েতি! ইয়েতি!
ভাগ্যে এলি ঘুরতে নয়তো ওর দেখা কি পেতি?
খানিক পরে, সামনে পড়ে টলমলে এক তাঁবু
দৌড়ে গিয়ে যাই সেঁধিয়ে, ঝোড়ো হাওয়ায় কাবু।
ভেতরে দেখি, ইয়েতি একি—খাচ্ছে নুডলস বসে!
আমায় পেয়ে এল ধেয়ে, যেন প্রবল রোষে।
ঘুম ভেঙে যায়, তাকিয়ে দেখি ঊষা কিরণ ছুঁয়ে
দিগন্তে ওই সোনার বরণ বুদ্ধ আছেন শুয়ে।
সামনে ঢাকা উপত্যকা—মেঘেতে ছয়লাপ
ইয়েতি নেই, মনে আছে বিরাট পায়ের ছাপ।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে