সিন্থিয়া আরশিয়ার আগের কমিকস- গোঁফ আর লেজের রহস্য
১। আজ রবিবার। মায়ের অফিস ছুটি। রবিবারে মা কেক বানায়। আমিও সঙ্গে বানাই। আমি ‘অ্যাপ্রন’ পড়ে শেফ সেজেছি।
২। আমি তো শেফ। তাই কাগজের মাইক নিয়ে সবাইকে বললাম, “কেক খাবে? কেক?”
৩। আমি কুট্টুকে একটা সুন্দর কেক দিলাম। সে কেকটা শুঁকে দেখল। খুশিতে লেজ নাড়ল। মনে মনে ভাবল, সেও বড়ো হয়ে শিম্পি দিদির মতন মস্ত শেফ হবে। সুন্দর কেক বানিয়ে খাবে।
৫। মিছিমিছি কেক খেয়ে কুট্টু বলল, “ভৌ, ভৌ। জল কই, শিম্পিদিদি?” আমি তো বড়ো দিদি। ওকে জল এনে দিলাম একটা ছোট্ট বাটিতে। কুট্টু বলল, “ভৌ, ভৌ। থ্যাঙ্ক ইউ দিদি।”
৮। কেক আর জল খেয়ে ওর পেট ভরে গেল।সে হাই তুলে ঘুমিয়ে পড়ল।