- প্রথম পুরস্কার ৩০০০ টাকা। দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকা। তৃতীয় পুরস্কার ১০০০ টাকা
- প্রথম দশ স্থানাধিকারী গল্পরা জয়ঢাক পত্রিকায় প্রকাশিত হবে।নিয়মাবলী
১। গল্প পাঠাবার সময়সীমা- ১৫ আগস্ট।
২। গল্পের শব্দসীমা ৩০০০ শব্দ।
৩। মৌলিক গল্প হতে হবে। সত্য ঘটনাশ্রয়ী কাহিনি হলে চলবে। অনুবাদ নিষিদ্ধ।
৪। বই/পত্রিকা/ওয়েবসাইট/সামাজিক মাধ্যম ইত্যাদিতে পূর্বপ্রকাশিত বা জমা আছে এমন গল্প দেয়া চলবে না।
৫। প্রতিটি লেখার সঙ্গে লেখককে এই লাইনটি লিখে পাঠাতে হবে- “এই লেখাটি মৌলিক, অনুদিত নয়, কোথাও প্রকাশিত হয়নি, কোথাও প্রকাশের জন্য জমা করা হয়নি।”
এই লাইনটি লেখা না থাকলে এন্ট্রি বাতিল করা হবে।
৬। যোগদানের কোনো বয়স সীমা নেই।
৭। ১৫ সেপ্টেম্বর পুজো সংখ্যার জয়ঢাকের পাতায় ফলাফল ঘোষিত হবে।
৮। প্রতিযোগিতায় পাঠানো এনট্রি তার আগে অন্য কোনো পত্রিকায় পাঠানো চলবে না। পাঠালে এন্ট্রি বাতিল হবে ও প্রতিযোগী জয়ঢাক পত্রিকা থেকে ব্যান হবেন।
৯। প্রতিটি এনট্রি joydhak.desk@gmail.com এই ঠিকানায় পাঠাতে হবে।
১০। মেইলের সাবজেক্ট লাইনে লিখতে হবে “সন্ধ্যা ভট্টাচার্য সাহিত্য প্রতিযোগিতা ২০২১”
১১। ইউনিকোডে টাইপ করে ওয়ার্ড ফাইলে অথবা যেকোনো বাংলা কীবোর্ডে টাইপ করে পিডিএফ ফর্ম্যাটে পাঠাতে হবে। হাতে লেখা গল্পের স্ক্যান কপি গৃহীত হবে না।
আমি রেজাল্টকি করে জানবো
LikeLike