মহাসাগর প্রশান্ততে দ্বীপের ছড়াছড়ি,
কোনোটা তার চওড়া বিশাল, কোনোটা ফুটকুরি।
কমল চট্টরাজ
ছেড়ে নিজের কাজ
জমিয়ে টাকা কিনলেন দ্বীপ, বানিয়ে নিলেন বাড়ি।
মহাসাগর মানেই তাতে উঠবে বিশাল ঝড়,
একদিন তাই পড়ল ঝড়ে চট্টরাজের ঘর।
বৃষ্টি এল ঝেঁপে
কমল ওঠেন কেঁপে
হার্ট অ্যাটাকে মরেও বলেন লাগেনি তাঁর ডর!