অনেক অনেক দিন আগে ছিল একটা হাঁস। তার নাম ছিল হাঁসু। একদিন সে গেল একটা মরুভূমিতে। মরুভূমির সুয্যি তো আগুন গরম। এত গরম রোদ্দুরে হাঁসুর দরদরিয়ে ঘাম ছুটতে শুরু করল। হাঁসু তখন করল কী, ঝটপট মাথায় একটা টুপি আর চোখে একটা রোদচশমা পরে নিল। হাঁসু তো জানত রোদ্দুরে তার শরীরে অনেক অনেক ভিটামিন ডি তৈরি হয়ে উপকারই হচ্ছে। হাঁসু তাই মন দিয়ে ছবি আঁকতে বসল। জানো কি, হাঁসু কীসের ছবি আঁকল? হাঁসু আঁকল আমাদের সৌরমণ্ডল মানে সোলার সিস্টেমের একটা সুন্দর ছবি। সেই ছবি দেখে হাঁসুর বাবা তার পিঠ চাপড়ে বললে, “বাহ্! খুব ভালো হয়েছে ছবিটা।”
অনুবাদ: সুস্মিতা কুণ্ডু