নৈহাটি উৎসব জার্নাল

২০১১ সাল থেকে অনুষ্ঠিত হয়ে চলা নৈহাটি উৎসবে প্রতি বছর একটি করে জার্নাল প্রকাশিত হয়ে চলেছে। মাঝে মহামারীর কারণে ২০২০ সালে উৎসব করা সম্ভব হয়নি। সে বছরটি বাদে বাকি প্রতি বছরের জার্নাল এখানে একত্র করা হল। এ জার্নালগুলি কোনো গল্প-কবিতাসমৃদ্ধ সাহিত্যপত্রিকা নয়। উৎসব ক্রোড়পত্রও নয়। প্রাচীন ও ঐতিহ্যময় শহর নৈহাটির ইতিহাস চৈতন্যের কাল হতে শুরু করে আলিবর্দির যুদ্ধযাত্রা, ভারতে শিল্পায়নের অন্যতম প্রাচীন পীঠস্থান, স্বাধীনতা সংগ্রাম- ইত্যাদি বহুতর গৌরবময় স্মৃতি বহন করে । এ-শহর বিদ্যাসাগর আদি অসংখ্য মহাপুরুষের পদরজধন্য। এ-শহর হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্কিমচন্দ্র থেকে সমরেশ বসু হেন বহু বিদ্যা ও বুদ্ধিজীবি মহান মানুষের বাসভূমি। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এ শহরের গৌরবময় ভূমিকা রয়েছে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা প্রমথনাথ মিত্র এই শহরেরই বাসিন্দা। পাশাপাশি, এককালের শিল্পসমৃদ্ধ এই শহরের শিল্পনগরী হিসেবেও একটি ইতিহাস রয়েছে। নৈহাটি উৎসব উপলক্ষ্যে প্রতি বছর প্রকাশিত এই জার্নালগুলোয় নৈহাটির ইতিহাস ও বর্তমানের এক একটি দিক নিয়ে অনুসন্ধান করা হয়। নতুন গবেষণাপত্র যেমন গড়া হয়, তেমনই সংশ্লিষ্ট বিষয়ে পুরোনো লেখাদের উদ্ধার করেও সাজিয়ে দেয়া হয় দু মলাটের মধ্যে। আর তারই মাধ্যমে ওঠে এক প্রাচীন শহরের অণু ইতিহাস।

নৈহাটি জয়ঢাক পত্রিকার জন্মস্থান। তাই জন্মস্থানের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে আমরা জার্নালের সমস্ত ইস্যুগুলিকে একত্র করে জয়ঢাক পত্রিকার সাইটে রাখলাম। নিজের শহরের পত্রিকাকে পাঠকের কাছে পৌঁছে দেবার এই সুযোগটা পেয়ে জয়ঢাক গর্বিত। যতদিন না উৎসবের নিজস্ব ওয়েবপেজ তৈরি হয় ততদিন নীচের লিংক থেকে এই জার্নালের বিভিন্ন ইস্যুকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন আপনারা।

তিরচিহ্নে ক্লিক করুন