প্রতিযোগিতার ফলাফল এই লিংকে
অনেক আকর্ষণীয় গল্প এসেছে। আরো কিছু দুর্দান্ত গল্পের আশায় প্রতিযোগিতার লেখা নেবার শেষদিন ১৫ অক্টোবর অবধি বাড়ানো হল।
তাতিয়ানার মোবাইল গল্পের লিংক
নির্বাচনপদ্ধতিঃ
তিনজন সাহিত্যিক ও সাহিত্যবিশেষজ্ঞ মিলে সেরা গল্পগুলি নির্বাচন করবেন।
গল্পের মূল্যায়নের সময় লেখকদের নাম বা পরিচিতি তাঁদের জানানো হবে না।
একেকজন বিশেষজ্ঞ প্রতিটি গল্পকে নির্বাচন করবেন গল্পের ভাষা, উপাদান ও গঠনদক্ষতা এই তিনটি বিভাগে।
প্রতি বিভগে সর্বোচ্চ নম্বর হবে ৫০।
তিনজন বিশেষজ্ঞের দেয়া নম্বরের সমষ্টির ভিত্তিতে তৈরি মেরিট লিস্ট থেকে সেরাদের বেছে নেয়া হবে।
টাইমলাইন
গল্প জমা দেবার শেষ তারিখ ১৫ অক্টোবর
ফলাফল ঘোষণা নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ
পুরস্কৃত লেখকদের মেইলে যোগাযোগ করা হবে
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের খুঁটিনাটি জানুয়ারির প্রথম সপ্তাহে বিজয়ীসহ সমস্ত অংশগ্রহণকারীদের জানিয়ে দেয়া হবে।
পুরস্কার
পুরস্কার দেয়া হবে বই।
বিজয়ীদের পুরস্কারমূল্যের অর্ধেক পরিমাণের মধ্যে ইচ্ছামত বই নির্বাচন করবার সুযোগ থাকবে। বাকি অর্ধেক আয়োজকের পছন্দমত হবে।
বিজয়ীদের পুরস্কারমূল্যের পরিমাণ যথাসময়ে জানিয়ে দেয়া হবে।