শশাঙ্ক নামে একটা লোক একদিন রান্নাঘরে রান্না করছিল। হঠাৎ সে শুনতে পেল কেউ একজন ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করছে। শশাঙ্ক দৌড়ে যায় দরজার কাছে, আওয়াজটা আরও জোরে শোনা যাচ্ছে। শশাঙ্ক দরজাটা খুলে দেয় দেখার জন্য। কিন্তু ওখানে কেউ ছিল না। ও উঁকি দিয়ে এদিক ওদিক দেখে, তবু কাউকে দেখা গেল না। দরজা বন্ধ করে আবার ও ফিরে আসে রান্নাঘরে আর রান্না করতে থাকে। আবার সেই চিৎকার – ‘বাঁচাও বাঁচাও’ বলে। অন্যমনস্ক হয়ে যায় শশাঙ্ক, বিরক্তও হয়। কে বার বার এমন করছে? ও আবার দরজার কাছে ছুটে যায়, আবার দরজাটা খোলে। এইবার একজন দাদুর মত বৃদ্ধ এক লোককে দেখতে পায় শশাঙ্ক।
“একটু জল খাওয়াবে ? খুব তেষ্টা পেয়েছে আমার,” বৃদ্ধ দাদু বলে।
“হ্যাঁ আপনি ভেতরে আসুন। বসুন, আমি জল আনছি” – বলে শশাঙ্ক ফিরে যায় রান্নাঘরে জল আনতে। শশাঙ্ক ভাবল একটু চা করে নিয়ে গেলে আরও ভালো হবে। খুব তাড়াতাড়ি ও এক কাপ চা বানিয়ে আর জলের গ্লাস নিয়ে বাইরের ঘরে এসে দেখে ঘরে সেই বৃদ্ধ দাদু আর নেই, আর দরজাটাও ভেতর থেকে বন্ধ ।
ছবি-লেখক