ঘরে বসে দিন কাটিয়ে,
মনের দুঃখে বসে,
কাটালাম সব দিনগুলি
কাদঁতে কাদঁতে,
বন্ধুদের দেখতে না পেয়ে
বসে থাকলাম মনের দুঃখে,
তারপর ভাবলাম,
বিদ্যালয়ের দরজা কবে খুলবে?
হঠাৎ করে এল সুখবর,
খুলছে বিদ্যালয়!
আনন্দে নাচলাম আমি।
খুলবে বিদ্যালয়,
ভেবে হাসলাম কিছুক্ষণ।
আনন্দে আমি আত্মহারা,
খুললে বিদ্যালয়, একসঙ্গে
নতুন করে দেখা হবে,
সবার সাথে,
ফিরবে মজার কাল।
খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি