অষ্টম শ্রেণী, বিদ্যাসাগর শিশু নিকেতন, রাঙামাটি, মেদিনীপুর
আমরা যারা লিখতে পারি,
বাঁধতে পারি ছন্দ,
তাদের লেখাই ফুটিয়ে তোলে
সকল ভালোমন্দ।
লেখার ফাঁকে ফাঁকেই থাকে
মনের কথা ব্যক্ত,
সসাগরা ধরিত্রীটাই
তাদের খাতায় ব্যপ্ত।
কোনো ছড়াই কোনো কালে
হয়নি আবেগশূন্য,
দুঃখ, মজা, কান্না, হাসি
টইটুম্বুর; পূর্ণ।
তোমরা যারা মজার মজার
পড়ছ ছড়া সদ্য,
ভাবছ তারা, কেমন ধারা
লিখেছি এই পদ্য?
আসলে সব ছড়াকারই
নিরহংকার বোদ্ধা,
তাদের প্রতি মন থেকে তাই
কম পড়ে না শ্রদ্ধা।
খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি