প্রথম শ্রেণি
এক গ্রামে একটি গরিব মেয়ে থাকত। তার নাম ছিল রুসি। তার সৎমা ওকে দিয়ে বাড়ির সব কাজ করাত। রুসির খুব দুঃখ হত। একদিন রুসি একা একা বাড়ি থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সে অনেক দূর চলে এলো। তার খুব জল তেষ্টা পেল। তখনই ও একটা গাছের নীচে দেখতে পেল একটা মাটির কলসি।
রুসি কলসিটা যেই না তুলতে গেল অমনি কলসিটা উড়ে গেল। রুসি খুব অবাক হল। যতই ধরতে যায় ততই কলসিটা পালিয়ে যায়। এইভাবে ছুটতে ছুটতে কলসিটা ওকে এক জায়গায় নিয়ে এলো। রুসি দেখল ও একটা ক্যাফের সামনে দাঁড়িয়ে আছে। ক্যাফেটা খুব সুন্দর। রুসি ক্যাফের মধ্যে ঢুকে দেখল ওর ভেতরে আরও অনেক লোকজন আছে। তারা সবাই নানা রকমের খাবার খাচ্ছে। তারা সবাই খুব খুশি।
রুসি এবার দেখল ওর সামনে সেই কলসিটা বসে রয়েছে।
রুসি ওকে জিজ্ঞেস করল, “তুমি কে?”
সে বলল, “আমি জাদু পাত্র। এটা আমার বাড়ি। যাদের খুব দুঃখ, যারা খেতে পায় না তাদের আমি এখানে নিয়ে আসি। ওরা খুব খুশি হয়।”
রুসি বলল, “এত রান্না কে করে?”
কলসি বলল, “আমি একাই করি।”
রুসি বলল, “তাহলে তো তোমার খুব কষ্ট হয়। ঠিক আছে। এবার থেকে আমিও তোমায় সাহায্য করব। আমরা এবার থেকে বন্ধু।”
তারপর রুসি আর জাদু পাত্র সবাইকে সুন্দর সুন্দর খাবার খাওয়াল। সবাই খুব খুশি হল। রুসিও নতুন বাড়ি পেয়ে খুব খুশি হল। দুই বন্ধুতে সুখে শান্তিতে থাকতে লাগল।
ছবি- লেখক
খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি