এবারের আর্ট গ্যালারিতে অসামান্য এই ছবিগুলো এঁকেপাঠিয়েছে যথাক্রমে প্রাপ্তি, ঐশিকী, তিতির ও উজান
প্রাপ্তি এঁকেছে , গ্রামের মধ্যে দাঁড়ানো কোনো নাম-না-জানা সুন্দর মন্দিরের ছবি। ঐশিকীর ছবিতে শহরের বুকে দেশের জাতীয় পতাকা নিয়ে হেঁটে চলেছে মানুষরা। শরণ্যার ছবিতে বৃষ্টিরাতের কবরখানা হলেও মজা হল, সেখানে কিন্তু অন্ধকার নেই। আর সবার শেষে উজান বেজায় ভক্তিভরে মা সরস্বতীর ছবিএঁকে পাঠিয়েছে। তোমাদের কেমন লাগল আমাদের জানিও কিন্তু।