বইপড়া আন্দামানের আতঙ্ক-গৌতম গঙ্গোপাধ্যায়- রিভিউ করলেন মৌসুমী রায় – বসন্ত২০২২

প্রকাশক : শিশু সাহিত্য সংসদ
প্রচ্ছদ ও অলংকরণ : চন্দন বসু
প্রথম প্রকাশ : জানুয়ারি ২০১৭
দাম : ১০০ টাকা

bookreview80

বিজ্ঞানের তত্ত্ব বোঝার ধৈর্য সবার থাকে না। কিন্তু বিজ্ঞান যদি গল্পের মাধ্যমে সাধারণ পাঠকের কাছে পৌঁছায়, তার অন্য কদর হয়। শ্রী গৌতম গঙ্গোপাধ্যায় পেশায় বিজ্ঞানের অধ্যাপক এবং সুলেখক। তিনি ঝরঝরে ভাষায় সব বয়সের সাধারণ পাঠকের জন্য মাত্র ছ’টি গল্প লিখেছেন ‘আন্দামানের আতঙ্ক’ বইটিতে। কল্পনা, ভালো প্লট, বিজ্ঞান, সাহিত্য, রস-সাহিত্য ও অ্যাডভেঞ্চার সবকিছুর মিশেল দিয়ে অতি উপভোগ্য ছ’টি গল্প লিখেছেন।

প্রথম গল্পটিতে (আন্দামানের আতঙ্ক) মুনু নামের একটি কিশোরের চোখ দিয়ে আমরা আন্দামান ভ্রমণ করি, দুই বিজ্ঞানীর মুখে কত কিছু জানতে পারি। গল্পের শেষে একটি গা ছমছমে পরিস্থিতি হয় যার নায়ক মুনু আর সাগর নামের সেই আশ্চর্য বুদ্ধিমান ডলফিন, যাদের যৌথ বুদ্ধি ও সাহসের জোরে অবশেষে বিপদ কেটে যায়।

দ্বিতীয় গল্পে (অলিম্পিক) এক অতি সাধারণ চরিত্রের অ-সাধারণ হয়ে ওঠার কাহিনি। কিন্তু সেটা সাদামাটা ব্যাপার নয়। তার পিছনে কোয়ান্টাম বলবিদ্যার ব্যাখ্যা আছে। লেখক গল্পের মাধ্যমে সরলভাবে তা কখন যে পাঠকের মনের মধ্যে মিশিয়ে দিলেন যে টেরটি পেলাম না।

এরকমভাবে লেখক ভূতের গল্পে (তৃতীয় গল্প ‘গুহার মধ্যে ভূত’) তেজস্ক্রিয়তা বিজ্ঞান, মজার গল্পে (বইয়ের শেষ গল্প ‘উড়ন্ত চাকির যাত্রী’) গ্রহ-বিজ্ঞান পড়িয়ে দেন পাঠকের অজান্তে।

চতুর্থ গল্প ‘মেরু আবিষ্কার’ পড়ে আমি নিজে খুব উপভোগ করেছি। এত আকর্ষণীয় প্লট ও সরস পরিবেশন পাঠকের মনে সেই বিখ্যাত ব্যক্তিটিকে (নাম বললাম না) ফের মনে করিয়ে দেয়।

পঞ্চম গল্প ‘একটি রেডিয়ো সংকেত’ একটি মনে দাগ কেটে যাবার মতন সায়েন্স ফিকশনের গল্প।

লেখকের কাছে প্রত্যাশা জাগে। তিনি এরকম অনেক গল্প লিখুন। বাংলা সাহিত্যে এরকম সাহিত্যকর্ম বেশি নেই, যেখানে সাহিত্য ও বিজ্ঞানের যথাযোগ্য মিশেল ঘটে উৎকৃষ্ট সাহিত্য রচনা হয়েছে। বইটির প্রচ্ছদ ও অলংকরণও যথাযথ হয়েছে। বইটি সবাই পড়ুন ও পড়ান।

 বই পড়া সম্পূর্ণ লাইব্রেরি