এই লেখকের আগের ছড়াঃ ফোটাই মনের ফুল, কইব কথা পড়ে
ঘোড়ার জবাব
গদাধর সরকার

হাটের থেকে
কিনেই ঘোড়ার
কান ধরে
পৌঁছে গেলেন
নিজের গৃহে
আট মিনিটেই
রান করে
ঘটক তখন
নাড়িয়ে দু-কান
বলল রেগে
উর্দুতে
আনুন তো জল
পঁচিশ পিপে
লাগবে আমার
ক্ষুর ধুতে