কৌশিক ভাদুড়ির আগের ছড়াগুলো খয়েরিটোলা ,কালোয়াতি , তাল পড়া, টাকলামাকান
কৌশিক ভাদুড়ি
শরৎকালে অকাল বোধন
অশোক বনে সীতার রোদন
শীঘ্র বধ রাবণ শ্রীরাম
রাক্ষসেরা জীবন হারাম
আর কতদিন করবে বল
তোমার মনে এই কী ছিল?
সব রকমের দুর্গতিরই
বিনাশ করেন দুর্গাদেবী
শরণ তাঁহার নেহাত চাই
নইলে যুঝে কী লাভ ভাই
জয়ের জন্য তাঁহার পূজন
কিন্তু এটা নয় তো সিজন।
ওঃ তা’তে কী এক্সট্রা যেটা
নীলোৎপল একশোআটটা
অর্ঘ্য দিলে কাম হয় না
ভূভারতে সেই জমানা
ছিলও না আজও নেই
উৎপলই তো উৎকোচ ভাই
কিন্তু সেটা চাই যে নীল
তাহার ওপর অফ সিজন
ফোট্ বললেই ফুটবে ফুল
বকছ কেবল ভুল বেভুল।
পদ্ম আবার নীলই চাই
ফ্যাসাদ কীসের শ্রীরামভাই
চোখ তো তোমার নীলই নীল
আর্মও স্ট্রং ঢালাও দিল
উপড়ে ফ্যাল একটা চোখ
অমনি দেবী রোখ রোখ রোখ
বলেই সটান অধিষ্ঠিত
যুদ্ধে জেত যুদ্ধে জেত
বরও দিলেন পুজোর শেষে।
সেই থেকে এই শারদীয়া
বাংলাভূমির কাড়ল হিয়া।