জলসা
স্মৃতিকণা সামন্ত
হিমহিম গল্পেরা উঁকি দেয় রাতভোর রোদ্দুর
ছড়িয়েছে মাঠজুড়ে চোখ যায় যদ্দুর তদ্দুর
শালবন খুশিয়াল পাতা ফেলে টুপটাপ হইচই
সর্ষের ফুলেফুলে ঢলাঢলি মৌ ছাপ চইচই
হাঁসগুলো ডুব দেয় শাপলার সবুজে দুপুরে
আড়িপাতা বাঁশগাছ টুংটাং এস্রাজ পুকুরে
গুটিকয় ফিঙেদের ঘরবাড়ি সাজানো ঘাসফুল
ঘুমভাঙা হাসিমুখ ইতিউতি ছড়ানো এলোচুল
আকাশের ,খেলাভুল দলছুট ফিরে আয় ফিরে আয়
একগাছি সোনামেঘ সুর ফেলে চলে গেছে রোদভেজা জলসায়।
অলঙ্করণঃ সায়ন মজুমদার