এই কবির আগের ছড়াঃ একই ডালের পাখি, সন্তান,
তালের বড়া
সাগর আল হেলাল
তালের বড়া মিষ্টি ভরা
খুবই মজা খেতে
বারো ঘণ্টা পড়তে রাজি
দুইটা বড়া পেতে।
বড়ার কথা মনে হতেই
জিভে ভাসে জলে
মায়ের পিছে গোঁ গোঁ করি
যাই আঁচলের তলে।
মায়ের মনটা খুবই ভালো
থাকে না আর কড়া
আমার জন্য দেয় বানিয়ে
মিষ্টি তালের বড়া।