এই লিখিয়ের আগের ছড়া ছেলেবেলার ফলগুলি
পাহাড়ী স্বপ্ন
জয়তী অধিকারী
শীতের বেলায় ক্যাভেন্টার্সে গরম চায়ে ফুঁ
অথবা সেই ছোট্ট রেলে কু-ঝিক-ঝিক-কু।
বাতাসিয়ায় ঘুরতে থাকি মেঘের চাদর গায়ে
ক্যাংচেনজুঙ্গা খালি খালি ঢেকে যায় কুয়াশায়।
কমলালেবুর রঙ মেখে নেয় সকালের রোদ্দুর
দৃষ্টি ছোটে আকাশপানে, নীলচে সমুদ্দুর।
রাতের আলোয় পাহাড় সাজে জড়োয়ার গয়নায়
রুদ্ধশ্বাসে তাকিয়ে থাকি, পলক ফেলাই দায়।
ভোরের বেলায় রোদের ছোঁয়ায় শিখর ঝলমল
এ’সব ছেড়ে শপিং মলে কি পাবি ভাই, বল?
বইয়ের ভারে ঝুঁকে পড়া নগর-শিশুর দল
বেঁকে যাওয়া মেরুদন্ডই আগামীর ফলাফল।
আয় না সবাই, সবুজ ঘাসের শিশির মাখি পায়ে
পাখির সুরে সুর মেলাতে সময় কেটে যায়
গ্যাজেটগুলো হোক অকেজো, কাটুক অন্ধকার
পবিত্র হই ফুলের মত, কলম ধরি আবার।