গৌরী গাঙ্গুলীর আগের ছড়া অংক,বাংলা,ইংরিজি, বর্ষাবরণ
পুজোর পরে
গৌরী গাঙ্গুলী
আসছে পুজো গেছেও চলে,
চিরটাকাল হচ্ছে এমন
তবে কেন ভাবছি বসে
পড়ব কিবা,সাজব কেমন?
পুজোর শেষে আঘন মাসে
কাশের বনে লাগবে ঝরা
পৌষালীতে গাছের নীচে
পাতবে বিছান পাতার ধারা।
জামের গাছে আমের পাতায়
আসবে নীলার ডাকের মাতন,
সাদা মেঘ আর শুকনো বাতাস
আনবে ডেকে শীতের কাঁপন,
ভয় পেয়ো না বন্ধু সবাই
ঝরার শেষে নতুন ঝুড়ি,
মুকুলরূপে দেবেই দেখা
পাতার কোলে নতুন কুঁড়ি।
আবার স্বপন দেখার পালা,
নতুন করে শুরু হবে।
সারা বছর করব কিবা!
নতুন করে ভাববে সবে।
বন্ধু হবে নতুন পাখি
নতুন আলো নতুন ছবি
চৈতালী যে বইবে আবার
উঠবে আবার নতুন রবি।
নতুন করে জন্মাবে কেউ,
কেউ বা দেবে ভব পাড়ি
এমনি ভাবেই চলবে জীবন
আনন্দে তা থাকুক ভরি।।