এই লেখকের আগের ছড়াঃ পিকনিক, গল্প নয়কো অল্প, গড়িয়ে হাঁটা, অনেক রাতে, রোদের ছানা, মুখ বন্ধ, সকরুণ কাহিনি
বনের খবর
হীরক সেন

ঘুরছে যে মরে
জাল নিয়ে তার হাতে
জোছনার পাখি
জঙ্গলে নাকি
খেলছে আঁধার রাতে।
ধরবেই তাকে
তাই বসে থাকে
লুকিয়ে সে ঝোপেঝাড়ে
একবার পেলে
জড়াবেই জালে
চলা তাই চুপিসারে।
দেখলো যে রাতে
আলোতে ছায়াতে
মিশে জোছনার পাখি
মাটিতে খেলছে
গাছটা দুলছে
ও পাতার ছায়া নাকি?
অপূর্ব রূপ
জঙ্গল চুপ
আলোতে কালোতে মেশা
পাতার আঁধারে
সে বনে বাদাড়ে
জোছনার ভালোবাসা।
ছোড়া যে হল না
ধরাও গেল না
জাল রয়ে গেল হাতে
দেখে সেই ছবি
ব্যাধ হল কবি
সেদিন জোছনা রাতে।