কবিরুল; ইসলাম কঙ্কের আগের ছড়া–যেমনতেমন
বাঘ মেরে দোস্ত
কবিরুল ইসলাম কঙ্ক
এই বাঘ, মৎ ডাক
চুপ করে থাক,
বেড়ে যদি যায় রাগ
দেব ভেঙে নাক।
এই বাঘ, মাস মাঘ
জ্বরে কাঁপে গা,
যা খাবি তাই খা
যাস নাকো গাঁ।
গাঁয়ে সব করে রব
কই বাঘ, কই?
কত সব মস্তানি
বাঘ মারবই।
এই বাঘ, মৎ ডাক
ডাকে তুই চোস্ত,
পাবে নাকো খুঁজে কেউ
তুই মেরে দোস্ত।
জয়ঢাকের ছড়া সংগ্রহ