রঙের মহোৎসব
সুশান্ত কুমার ঘোষ
বাঁশবাগানের শুকনো পাতায় শীতবুড়িকে রেখে এসেছি যেই অশোক বনে অমনি সেখান থেকে
একটা কোকিল উঠল ডেকে কুহু কুহু রবে
অমনি ভুবন উঠল মেতে রঙের মহোৎসবে!
মড়মড়িয়ে এল ধেয়ে দখিণ সমীরণ
লাগল ছোঁয়া গাছে গাছে জাগল শিহরণ ।
প্রজাপতি মেলল পাখা গুনগুনালো অলি
নাড়া গাছের শাখায় শাখায় ফুটল নতুন কলি ।
কচি পাতার কাঁচা আদর নতুন শিহরণ
খুশির খেয়ায় দামাল সবুজ দাপিয়ে বেড়ায় বন ।
শিমুল নাচে রণপা নাচন আকাশে হাত তুলে
পলাশ এল গা ভরিয়ে টকটকে লাল ফুলে।
বোল ধরাল আমের শাখা জাম ধরাল কুঁড়ি
কৃষ্ণচূড়া আসল নিয়ে মাথায় ফুলের ঝুড়ি !
হলুদ ফুলে সাজিয়ে খোঁপা বাইরে এল রাধা
হরেক রঙের ঘাসফুল তার দুই চরণে বাঁধা ।
চম্পা এলো জুঁইকে নিয়ে চামেলির হাত ধরে
ছড়িয়ে গেল রঙের বাহার নিখিলের অন্তরে ।