১।
আমার বাবা সবচে ভালো
বলতে পারি গর্বে
চলার পথে সামনে সদাই
হাতটা আমার ধরবে।
আমার বাবা সবচে ভালো
মা যে আমার সবচে সেরা
ভবিষ্যতের দুই কারিগর
আদর দিয়ে সে নাম ঘেরা।
আমার বাবা আমার কাছে সবচে দামী
ভালোবাসি মা-বাবাকে সবচে আমি।
২।
বাবা আমার হাতটি ধরে
সামনে চলার ইচ্ছে জাগায় প্রাণে
বাবা থাকেন ছন্দ এবং
নিয়মসূচির বাস্তবতার ঘ্রাণে।
শিশুকিশোর দিনগুলিতে
বাবা থাকেন ভরসা হয়ে সাথে
হাতটি থাকে শক্ত বাঁধন অটুট
চলার পথে সদাই দিনে রাতে।
সাহস যোগান সুদৃঢ় বিশ্বাসে
জীবন ভরান ছন্দ এবং সুরে
শতেক দুঃখেও আমার বাবা কভু
আমার থেকে যাননি সরে দূরে।
বয়েস হল, ভরসা বাবাই তবু
বাবাই আমার স্বপ্নকে দেন গড়ে
সকল কাজেই বাবার মায়ের ছোঁয়া
বিলিয়ে দেন আদর অকাতরে।
নাম দু’খানি নিখাদ স্নেহে ঘেরা
অমূল্য ধন তাঁরাই সবার সেরা
ছবি মৌসুমী
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে