বাবা আমার মারা গেছে
ভাত জোটে না তাই –
আমি এখন পথে পথে
ভিক্ষে করে খাই।
মা গিয়েছে কোথায় চলে
খোঁজ রাখে না সেও,
উদোম থাকি একটা জামা
দেয় না কিনে কেউ।
উপোস খিদেয় ধুঁকে ধুঁকে
গেছি কাহিল হয়ে,
হাত পাতি যেই গাল পাড়ে লোক
অজাত-বেজাত কয়ে।
জন্ম তুলে কত মানুষ
বেফাঁস কথা কয়,
বাপ-মা কোথায়, কার পোলা তুই
কী তোর পরিচয়?
কার পরিচয় দেব আমি
আমার যে কেউ নেই,
এতিম অনাথ পথের শিশু
এই পরিচয় এই।
ছবিঃ ইন্দ্রশেখর