অভিরাজের আগের কাজঃ লাল কাকের গল্প
আমার পড়াশোনা
আমি অভিরাজ। অভিরাজ দেবনাথ। ব্যারাকপুর মডার্ন স্কুলে আপার নার্সারিতে পড়ি। ব্লক দিয়ে খেলতে আমার খুব ভাল লাগে। খেলনা ডাইনোসর, ড্রাগন, সমুদ্রের প্রাণী আর জন্তু জানোয়ার আমার বন্ধু। বাড়িতে আমি আমার বন্ধুদের নিয়ে পড়তে বসি। ওদেরও তো পড়াশুনা শিখতে হবে!

এখন ডাইনোসরকে বাংলা শেখাচ্ছি যাতে নিজে নিজে আবোলতাবোল পড়তে পারে। কত আর পড়ে শোনাব?

আমার পার্ক

সবাই ভালো। শুধু ড্রাগনটাই যা একটু বদমাশ। সুযোগ পেলেই আমার দুর্গে হানা দেয়।

লিখিব খেলিব আঁকিব সুখে সব লেখা একত্রে