একটা মেয়ে রংতুলিতে মেঘের ছবি আঁকে।
ঝাপসা আকাশ রঙিন সাজে তিস্তা নদীর বাঁকে।
হলুদ পাখি ডিগবাজি খায়, বৃষ্টি গায়ে মেখে।
ছোট্ট কিশোর বাঁশির সুরে, মেঘলা আকাশ দেখে।
সবুজ ধানের নরম শিষে, নানা রঙের খেলা।
মেঘ – বৃষ্টির জলছবিতে অলস দুপুর বেলা।
রামধনু রং ঝাপসা হয়ে আকাশ করে লাল।
দিনের শেষে ঘরের পথে বুনো হাঁসের পাল।
মন খারাপের গানের সুরে, নদীর চোখে জল।
আকাশ জুড়ে আপন মনে শঙ্খচিলের দল।
জলছবিটা মনের ছবি, নিজের কথা বলা।
মনের সঙ্গে হাত মিলিয়ে নিজের পথে চলা।