কে এসেছিল
অভিরাজ দেবনাথ
একটি পাহাড়ি গ্রামে দু’জন লোক থাকত। রোজকার মতো ওরা কাজ থেকে ঘরে ফিরে একদিন দেখে ওদের ঘরে এসে কে যেন সব খাবার খেয়ে গেছে।
পরদিন ওরা বেরোলে, আবার কে যেন ওদের ঘরে এসে সব মাছ খেয়ে গেল।
পরদিন একজন ঘরে রইল, এটা দেখতে যে কে ওদের খাবার খেয়ে যাচ্ছে।
লোকটা দেখল যে একটা বড় পাখি ওদের ঘরের কাছে উড়ছে। ওই লোকটা পাখিটাকে দেখতে লাগল। লোকটা ঘরে ঢুকে দেখে, কে যেন আবার ঘরে রাখা দুধ খেয়ে গেছে।
পরদিন দু’জনেই ঘরে রইল দেখতে যে কে ওদের খাবার খেয়ে যাচ্ছে।
দুপুরবেলা ওরা টের পেল কে যেন ঘরের চালে হেঁটে বেড়াচ্ছে, কিন্তু বাইরে বেরিয়ে কিছু দেখতে পেল না। ঘরে ঢুকে ওরা দেখে সব খাবার ঘরে ছড়ানো আর তাকে রাখা দুধের বাটি খালি।
রোজ রোজ তো আর ঘরে বসে থাকা যায় না, তাহলে ওরা খাবে কী?
পরদিন ওরা ঘরে ডাল আর ভাত রেখে গেল, কিন্তু ফিরে এসে দেখল সে খাবার কেউ খায়নি। তাহলে কে এসেছিল?
ছবি: লেখক
খুব মিষ্টি। লেখা আর ছবি দুটোই অনবদ্য।
LikeLike