বনের কিনারে মোমরঙ বাড়ি,
কার্নিশ জুড়ে গল্পের গাড়ি
চিঠি জুড়ে ওড়ে রোদ্দুর।
স্ফটিক শহরে চিলেকোঠা ঘরে,
বৈশাখ-রঙা অবাক প্রহরে
দৃষ্টিরা চলে কদ্দূর!
আকাশের নীলে ঘোর লাগা টান,
হাওয়া ছুঁয়ে যায় কুসুমবিতান
কোথায় যে বাজে বাঁশি!
তুলো মেঘে গড়া ডানা দুটি তোর,
রাত পাড়ি দিয়ে নিয়ে আসে ভোর
আনে সূর্যের হাসি।
বনের কিনারে মোমরঙ বাড়ি..