অমিতাভ প্রামাণিক -সব লেখা একত্রে

‘কলাপ’ মানে কলাপ্রাপ্ত, ‘কুলুপ’ মানে তালা।
‘কলপ’ মানে যার প্রয়োগে চুল হয়েছে কালা।।
‘পলক’ মানে চোখের পাতা বা পল, সময় অল্প।
মনের মধ্যে বাস যা, তাদের সবকিছু তো ‘কল্প’।।
‘পল্কা’ মানে ভঙ্গুর আর ‘কাপ্ল্’ মানে জোড়া।
‘পিক্ল্’ আচার, ‘লকাপ’ মানে জেলখানাতে পোরা।।
‘কপিল’ হচ্ছে কপির বর্ণ, ‘কপোল’ হচ্ছে গণ্ড।
‘কপাল’ ললাট, ‘কপালি’ শিব, বাহন যাহার ষণ্ড।।
প-ল-ক-এর গল্পটা এই, সঙ্গে একটু ছন্দ।
‘পালক’ মানে পালনকর্তা, ‘পুলক’ মহানন্দ।।
‘কলপ’ মানে যার প্রয়োগে চুল হয়েছে কালা।।
‘পলক’ মানে চোখের পাতা বা পল, সময় অল্প।
মনের মধ্যে বাস যা, তাদের সবকিছু তো ‘কল্প’।।
‘পল্কা’ মানে ভঙ্গুর আর ‘কাপ্ল্’ মানে জোড়া।
‘পিক্ল্’ আচার, ‘লকাপ’ মানে জেলখানাতে পোরা।।
‘কপিল’ হচ্ছে কপির বর্ণ, ‘কপোল’ হচ্ছে গণ্ড।
‘কপাল’ ললাট, ‘কপালি’ শিব, বাহন যাহার ষণ্ড।।
প-ল-ক-এর গল্পটা এই, সঙ্গে একটু ছন্দ।
‘পালক’ মানে পালনকর্তা, ‘পুলক’ মহানন্দ।।