আকাশ খাতায় আঁকা আছে লাল ঘুড়ি,
শুধু চায় চলে যেতে, শুধু বলে, “উড়ি?”
দুইখান ডানা মেলে উড়ে যায় চলে,
উড়তে উড়তে মেশে মেঘেদের দলে।
আকাশের গায়ে ঘুড়ি কতকিছু দেখে,
সদ্য আসছে চাঁদ ঘুমভরা চোখে।
আসমান আলো মাখে, বেগুনি সে আলো
আকাশ দেখতে গিয়ে ঘুড়ি কেটে গেল!
চমকে উঠল তাই আমাদের ঘুড়ি,
চরকা চালায় আর দেখে চাঁদবুড়ি।
পিছুটান গেল কই? লাটাইই-বা কোথা?
বিষণ্ণ মাথা নাড়ে এক ঝাঁক তোতা।
বাড়ি ফেরে সব্বাই, দিন হল শেষ
মুক্ত ঘুড়িটা ফের উড়ে চলে বেশ!
লাল ঘুড়ি এইবার একলাটি ওড়ে,
কালো খাতা লাল ছবি মিশে যায় দূরে।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে