একটি মেয়ে তার নাম ছিল রূপালি। সে ছিল গরিব কিন্তু সৎ। তার পেশা ছিল আম বিক্রি করা। একদিন তার বাগানের একমাত্র আমগাছটি শুকিয়ে গিয়েছিল। ধীরে ধীরে সে খুব দরিদ্র হয়ে গেল। একদিন সে শুনতে পেল পাড়ার মোড়ল মশাই একটা প্রতিযোগতার আয়োজন করেছেন। গ্রামের পাঁচজন প্রতিযোগী এল, ওদের মধ্যে রূপালি ছিল। সে ছিল খুব সাহসী। সে প্রতিযোগিতা জিতে ছ’টি মোহর পেল। সে তা নিয়ে বাড়ি গেল। তার থেকে কয়েকটি মোহর নিয়ে বাজারে গিয়ে কয়েকটি আমগাছের চারা কেনে। সে সেগুলো বাগানে পুঁতে ফেলে এবং দু-বছরের মধ্যে গাছ বড়ো হয়ে গেলে সে অনেক আম পায়। সেইগুলো বিক্রি করে আস্তে আস্তে তার উন্নতি হতে থাকে।