সন্দীপ মণ্ডলের আগের ছড়া- কাঁঠালবেড়ি
কল্পপুরের অল্প দূরেই গল্পদাদুর বাড়ি,
মাঠ পেরিয়ে সেথায় গিয়ে পেলাম মজা ভারি।
গোয়ালভরা গরু দাদুর, পুকুরভরা মাছ
পুকর ’পরে হেলে আছে এক নারকেল গাছ।
গল্পদাদুর তিনটে গরু ধবলী, কালি, পাঁচি
সারাটা দিন জাবর কাটে, লেজে তাড়ায় মাছি।
সেদিন রাতে পূর্ণিমাতে হঠাৎ ভাঙে ঘুম,
বারান্দাতে বেরিয়ে আমার আক্কেল গুড়ুম।
তাকিয়ে দেখি পুকুর জুড়ে লাফ দিচ্ছে মাছে,
তিনটে গরু দাঁড়িয়ে খাড়া হেলা নারকেল গাছে।
গাইছে তারা গলা ছেড়ে হাম্বা হাম্বা হাম্বা,
লেজও দোলে, কোমর দোলে, নাচছে তেড়ে সাম্বা।
তারপর যেই গাছটা ভাঙে মড় মড় মড় মড়াৎ,
তিনটে গরু পড়ল জলে ঝপাৎ ঝপাৎ ঝপাৎ।
ফেরার পথে রেলস্টেশনে চাঁদের আলোয় স্বল্প,
প্ল্যাটফর্মে লেখা দেখি, স্টেশনের নাম ‘গল্প’।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে