কাঁঠালবেড়ি দেশের রাজা পনসকুমার ভাঁড়,
কাঠা কাঠা জমি নিয়ে কাঁঠালবাগান তাঁর।
সকালবেলায় রাজামশাই সেরে ধারাস্নান,
কাঁঠাল কাঠের সিংহাসনে কাঁঠাল-মুড়ি খান।
রাজমহিষী দুপুরবেলায় রান্না করেন এঁচোড়,
শতেক লোকে পাত পেড়ে খায়, সাধু এবং ছ্যাঁচোড়।
রাতের বেলা হালকা খাওয়া ভীষণরকম দরকারি,
রাজার পিসি দারুণ রাঁধে কাঁঠাল-বিচির তরকারি।
রাজকন্যা রূপে ধন্যা, আহারে নেই রুচি
পাটায় ছেঁচে মশলা মেখে খায় কাঁঠালের মুচি।
দেশের যত ছাগল গরু করছে গুঁতোগুঁতি,
কারো মেলে কাঁঠাল পাতা, কারো খোসা-ভুতি।
পাত্র-মিত্র সান্ত্রী-মন্ত্রী তেল মাখিয়ে গোঁফে,
কাঁঠালগাছে দাঁড়িয়ে নীচে পাকা কাঁঠাল লোফে।
দশ-বিশটা পেতেও পারো, আর কোরো না দেরি
গুগল ম্যাপে খুঁজে নিয়ে, যাও না কাঁঠালবেড়ি।
জয়ঢাকের ছড়া লাইব্রেরি এই লিংকে
খুব মজার।
LikeLike
খুব ভালো
LikeLike
খুব ভালো
LikeLike