সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া,বেঁচে থাকার মানে, শরতের আঙিনায়
হানাবাড়ি, পোড়োবাড়ি
কই রে,
রাতটুকু নিরালায়
রই রে!
এঁদোগলি, পচা ডোবা
কই আর,
কোনও কথা নেই বুঝি
কইবার!
শ্মশানেও আলো জ্বলে
বিজলীর,
নেই গাছ শ্যাওড়া কি
হিজলির!
ধুত্তোর, ভূত তোর
সমাজে,
আজ ভূত স্রেফ ‘দাড়ি’-
‘কমা’ যে!
আমার প্রথম প্রিয় ও এক নম্বর ওয়েব ম্যাগাজিন “জয়ঢাক”। আর সেখানে ছড়া প্রকাশিত হওয়া মানেই বিরাট সন্মান প্রাপ্তি। সম্পাদক মহাশয় ও “জয়ঢাক” এর ফুল টিমকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। সব্বাই খুব খুব খুব ভালো থাকবেন।
LikeLike
আমার ছড়াটির প্রকাশে সম্পাদক মহাশয় ও জয়ঢাক এর ফুল টিমকে জানাই আমার আন্তরিক কৃতজ্ঞতা। সব্বাই খুব খুব খুব ভালো থাকবেন।
LikeLike