সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া
নিশির শিশির পদ্মফুলে
হিরের কুচি ছড়ায়,
লাল পলাশের রক্তিমাভা
হৃদয় আমার ভরায়।
আলতো বাতাস দোল দিয়ে যায়
আকন্দেরই বনে,
নতুন বছর আসার কি ভাই
পদধ্বনি শোনে?
নতুন বছর, নতুন বছর
আনুক সবার প্রাণে,
ভালোবাসার, আলো-আশার
বেঁচে থাকার মানে।