Toyঢাক-দুটি কবিতা- ঈশান হলওয়ে- বর্ষা ২০২১

ঈশানের আগের কবিতা

১৫ বছরের ঈশান জীবনকে ভালোবাসে। সে কানাডায় থাকে। সে কথা বলে না। একটি লেটারবোর্ডে বা কি বোর্ডে অক্ষরের পর অক্ষর সাজিয়ে পৃথিবীর সঙ্গে ভাব বিনিময় চলে তার। তার আছে দেখবার দুটি অসামান্য চোখ আর এক আকাশ ছড়িয়ে থাকা শক্তিমান মন। লেটারবোর্ডে অক্ষর সাজিয়ে সাজিয়ে সে এই দুটি অসামান্য কবিতা লিখে পাঠিয়েছে জয়ঢাককে। আমরা জয়ঢাকের পাতায় তাকে সঙ্গী হিসেবে পেয়ে গর্বিত। সঙ্গে তার লেখা কবিতাদুটো ও তার বাংলা ভাষান্তর রইল। আনন্দের খবর হল, ঈশান এ বছর ইংল্যান্ডের বিখ্যাত “অটিজম পেরেন্টিং ম্যাগাজিন”এর তরফে টপ ইয়াং রাইটার-এর শিরোপা পেয়েছে। তাকে অভিনন্দন।
15 Year old Ishaan Holloway from Canada loves life. He does not use speech to communicate with the world. He talks to the world by slowly typing letter by letter on a keyboard. He loves life. He has two mighty eyes to take in the beauty of the world and a powerful , romantic mind to convert his feelings into beautiful poems.
Here are two of his works. Joydhak is proud to have Ishaan as a member of its ever expanding creative family. And here’s a good news- Ishaan has been declared as the “Top young Writer” of 2021 by the prestigious ‘Autism Parenting Magazine” of the UK. Congrats Ishaan.

toydhakeeshanTHE TINY ROOM FULL OF LOVE
A verse by Ishaan Carl Holloway

My room is God’s true gift to me,
It saves me from many troubles.
It helps me to calm down,
It holds many memories.
My room is my thoughtful place.
It gives many insights into my mind,
The room brings milestones in my personality,
It makes me who I am.

ভালোবাসার ছোট্ট ঘর

আমার এ ঘরখান
ভগবানের দান
মনখারাপের দিনে
এ ঘরখানা বিনে
কে আর আমার দুটি চোখের জল
মুছিয়ে নেয় বল?
হাজার স্মৃতির ঘর
হাজার রঙিন ভাবনাভরা ঘর
মনের ভেতর তাকিয়ে দেখা
শিখিয়ে দেয়া ঘর
আমায় জাগায়,
আমায় রাগায়
আমায় ভাঙে গড়ে
ছোট্ট আমার ঘর।

I LOVE MY FAMILY
By Ishaan Carl Holloway

I prayed to dear God: give me the best family,
God granted my wish,
He gave me an amazing family,
They have endless love for me,
They take excellent care of me,
They have faith in me,
They dream big for me,
They never give up on me,
THAT is my family!

ভালোবাসি তোমাদের

ভগবানকে বলেছিলাম ডেকে
এক্কেবারে বুকের ভেতর থেকে
আমায় দিও আদরভরা একখানি সংসার
তিনি আমায় পাঠিয়ে দিলেন
যেমনটি ঠিক চেয়েছিলাম
তেমন একটি মধুর পুরস্কার
আমায় তারা আদর করে
ভরিয়ে দেয় অনেক ভালোবাসায়
আমায় তারা ভরসা করে
আমায় ঘিরে বাঁচে হাজার
স্বপ্নে, লাখো আশায়
ভালোবাসায় জড়িয়ে রাখে, জানি
ছাড়বে না তো আর
অনেক অনেক আদরভরা
ছোট্ট এ সংসার।

খুদে স্রষ্টাদের সমস্ত কাজের লাইব্রেরি

9 thoughts on “Toyঢাক-দুটি কবিতা- ঈশান হলওয়ে- বর্ষা ২০২১

  1. বিশ্বাস ও লড়াই – দুইই রয়েছে কবিতাদুটির মধ্যে। খুব সুন্দর অনুভব ঈশানের♥️

    Like

  2. ঈশান কে ভালোবাসা জানাই। ও আরও লিখুন, জানাক নিজের কথা, নিজেদের কথা

    Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s