সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া,বেঁচে থাকার মানে, শরতের আঙিনায়, ভূত-সন্দেশ, আঁকছি সবই কাব্যপটে

শিউলি-টগর, জুঁই-চামেলী, পদ্ম-গোলাপ-গাঁদা,
সবকটি ফুল, জেনো বিলকুল মাতৃভাষায় বাঁধা !
হাসনুহানা-বেল-দোপাটি, কদম-কেতকী-চাঁপা,
সবকটি ফুল, খুব চুলবুল মাতৃভাষায় ছাপা !!
গঙ্গা-পদ্মা-সরস্বতী, তিস্তা-তোর্সা-শ্যোন
নদনদী সব, স্রোতস্বিনী রব মাতৃভাষায় শোন্!
রূপনারায়ণ-মাতলা-অজয়, জলঙ্গী-জলঢাকা,
কংসাবতী-দামোদরও বাংলা ভাষায় আঁকা !!
ময়না-টিয়া, শালিক-চড়ুই, কোয়েল-কোকিল-চিল,
বাংলা ভাষার সাথেই তাদের ভালোবাসার মিল !
পায়রা-ঘুঘু, মাছরাঙা-বক, বুলবুলি-চন্দনা,
আমার বাংলা ভাষায় লেখা তাদেরই বন্দনা !!
সান্দাকফু-টাইগার হিল, বক্সা-ডেলো-ঘুম,
পাহাড়পুরেও বাংলা ভাষার জয়জয়কার, ধুম !
বাংলা আমার শব্দ-শ্রাবণ, ভাষার প্লাবন আশার,
বুকের ভেতর সুখের অতল, সত্যি ভালোবাসার !!