সুব্রত দাসের আগের ছড়া- দীপাবলির চাওয়া,বেঁচে থাকার মানে, শরতের আঙিনায়, ভূত-সন্দেশ
আগডুম-ডুম, বাগডুম-ডুম
টাকডুমা-ডুম বাদ্যি,
খোকা-খুকুর, খুশির নূপুর
আটকাবে কার সাধ্যি!
ঘাসের ফুলে, শিউলি ফুলে
সুখসোনা রোদ ঝরছে,
উথালপাতাল, বন আজ মাতাল
কাশফুলেরা করছে!
আকাশ-নীলে, কী ঝিলমিলে
মেঘছানারা ছুটছে,
পেঁজা তুলোর আকার নিয়ে
দুধেল সাদায় ফুটছে!
দুর্গাপুজোর পাঁচটি দিনেই
প্রতিবছর এসব ঘটে,
বুকের ভেতর সুখের ছবি
আঁকছি সবই কাব্যপটে।