ইস্কুল মানে খাতা পেন্সিল
বই টই
ইস্কুল মানে টিফিনবেলার
হইচই।
ইস্কুল মানে স্যারদের কাছে
বকুনি
এই ভালোছেলে এই দুষ্টুমি
তখুনি।
ইস্কুল মানে ছোলা মাখা আর
পেয়ারা
হেডমাস্টার, গুরুগম্ভীর
চেহারা।
ইস্কুল মানে ফেলে আসা সেই
স্মৃতি হাসে
চলে গেছে দিন রয়েছে মনের
ইতিহাসে।
ছবিঃ মধুশ্রী