ছড়ার পাতা-জিপসি-গিরিজাপ্রসন্ন গঙ্গোপাধ্যায়

এলো ওরা কোত্থেকে গো? কিরখিজ না খোরাসান?

পিরেনিজ-এর ওপার হতে অথবা কি ইস্ফাহাল?

উটের পিঠে মরু চিরে মিশর হতে এলো কিরে?

পিরামিড-এর পাশ কাটিয়ে নীল নদীকে শুনিয়ে গান?

ভবঘুরে জিপসি ওরা ঘুরছে সারা জগতময়,

আজ এখানে কাল ওখানে যখন যেমন খেয়াল হয়।

এখন দেখ গঙ্গাপারে বাঁশ-ত্রিপলে তাঁবু গাড়ে

কালকে দেখ ছাইএর ঢিবি, পোড়া হাঁড়ি শতেক কয়।

অনেক দেশের সূর্য ওদের লাল করেছে গালের রঙ,

  অনেক দেশের চাঁদ-তারারা জানে ওদের নাচের ঢঙ,

ব্যাস্ত আছে কারো কাঁধে, বেহালাটা কেউ বা সাধে

কেউ বা নানা রঙ-বেরঙে সাজছে বহুরূপীর সঙ।

জিপসি ছেলে ঐ যে খেলে হাতে নিয়ে কীসের হাড়,

হয়ত ওটা কীসের চোয়াল নয়ত খুলি চেঙ্গিস খাঁর;

ইতিহাসের শিরা বেয়ে আসছে ওরা ধেয়ে ধেয়ে

ওদেরই কেউ দেখেছিল আসিরিয়ার গোঁয়ার ষাঁড়।

কেউ জানে না আসছে ওরা কোথা থেকে কোথায় যায়।

যাব কিগো ওদের সাথে? তাই তো আমার মনটা চায়;

কত না মাঠ কত নদী দেখব যেতে পারি যদি

অনেক পাহাড় পার হব গো, বসব অনেক মোহানায়

ছবিঃ মৌসুমী

জয়ঢাকের সব ছড়া একত্রে