আকাশের মুখ কালো ঝুলকালি মাখা
গুড়্গুড়্ ডাকে মেঘ ভয়ে চুপ থাকা।
এই বুঝিওঠে ঝড় বুক দুর্ দুর্ –
ঝড় কোথা? বেজে ওঠে বৃষ্টির সুর।
টুপ্-টাপ্, রিম্ঝিম্ বৃষ্টির সুরে
নেচে ওঠে ঘাস-পাতা চারপাশ জুড়ে।
ভেসে ওঠে জলছবি, ভাসে পথঘাট –
জল মাখে খোকাখুকু ভুলে পড়াপাঠ।
টল্মল্ নাচে জল মাঠ থইথই
খালে-বিলে জল মাখে মৌরলা-কই।
জল মাখে হাঁস, বক, ফড়িঙের পাখা
ব্যাঙেদের কনসার্ট মন খুশি মাখা।
চারপাশে খুশি আঁকে বৃষ্টির সুর –
সেই সুরে যায় ভেসে গরম দুপুর।
—–**—–