ভয় পেয়ো না
(প্রথম অনুচ্ছেদঃকে জানে কে বানিয়েছে!
দ্বিতীয় অনুচ্ছেদঃ আবু হোসেন।)
ভয় পেয়ো না ভয় পেয়ো না
তোমায় আমি মারব না
সত্যি বলছি লড়াই করে
তোমার সঙ্গে পারব না।
মাউস পিষে কিবোর্ড টিপে
মাসল তোমার শক্ত
প্রোগ্রামেতে বাগ বেরোলে
মাথায় ওঠে রক্ত
রোজ সকালে নিউজ দেখে
আগুন জ্বলে চক্ষে
কলজে তোমার এটম বোমা
মারছে গুঁতো বক্ষে
তোমায় আমি মারব ভাবছ?
মাজাক নাকি? ইল্লি
লোকটা আমি দুবলা, জানে
হিল্লি থিকে দিল্লী
ছবি অরিন্দম গঙ্গোপাধ্যায়