যাই বলো ভাই,ইংরিজি এই ভাষাটা নয় সোজা।
‘রি’ মানে হয় ‘আবার’,কিন্তু যায়না এটা বোঝা,
‘রিটেইল’ শপ এর মালিকবাবুর লেজ দু’খানা কই?
‘রিটার্ন’ মানে আবার ঘুরে বাড়িমুখোই হই।
একবারও যে ‘লিজ’ দিলো না, ‘রিলিজ’ দেবে কি সে?
বাড়ির ‘ফিউজ’ পাল্টাতে তাই ‘রিফ্যুজ’ করে পিসে।
ইস্কুলে ফের ‘লেট’ হল,আর ‘রিলেট’ করে স্যার
কান ধরে তাই আমায়-ভুতোয় করলো ‘রিপ্যার’!
চলতে পথে কাকুর গাড়ি যেই ‘রিসাইড’ করে,
সবাই কেন ‘রিসাউণ্ডিং’? পুলিশ কেন ধরে?
‘রিপোর্ট’ হল,কিন্তু কোনো পোর্টই তো দেখিনি!
সবার বড় বিপদ হলো মামার ও সেইদিনই।
অফিসেতে হাজিরা খাতায় সই করে দুইবার,
খোয়ালো চাকরিটা। এখন ‘রিসার্চ’ করাই সার!!
ছবিঃ মধুশ্রী