ছড়ার পাতা-হারানো মন-রেবন্ত গোস্বামী

যে মন নিয়ে লিখতে হবে কিশোর মনের কথাchhoraharanomon (Medium)

আজ দেখি হায় মনটা আমার হারিয়ে গেছে কোথা

দেখি পিছন ফিরে-

সে মন কি আর দেখতে পাব হাজার মনের ভিড়ে!

মনটা আমার চলত উড়ে কালবোশেখির ঝড়ে

টাপুর টুপুর শব্দে আবার পড়ত ঝরে ঝরে

এখন দেখি হায়-

সেই মনটা হারিয়ে গেছে দূরের কুয়াশায়!

শরৎকালের ভোরবেলা সেই শিউলিতলা জুড়ে

মনটা আমার ছড়িয়ে ছিল আজ সে কত দূরে!

আজকে চেয়ে দেখি-

মনের ভেতর শিউলিগুলো শুকিয়ে গেছে একী?

দুলত যে মন আমের শাখায় ছুটত যে মন মাঠে,

গাইত যে মন চালের মাথায় দোয়েল পাখির সাথে

হঠাৎ দেখি চেয়ে-

আমার সাথে মন আসেনি জীবননদী বেয়ে!

সেই মন আজ যাদের আছে লিখতে তাদের তরে

কলম আমার নড়ছে না, চোখ ঝাপসা যে জল ভরে।

বুঝতে পারি তাই-

কাগজ আছে, কলম আছে মন সে আমার নাই!

জয়ঢাকের সব ছড়া একত্রে এই লিংকে

 

 

ছবিঃ অংশুমান