ছড়ার পাতা

মা দুর্গা->প্রকল্প ভট্টাচার্য

chhoraprakalpa (Small)পুজোর ক’দিন দারুণ মজা! শুধুই খেলাধুলো,

নাচ গান আর আড্ডা (ভুলেও ছুঁচ্ছিনা বইগুলো!)

হরেক রকম নতুন পোশাক, নতুন আলো, হাসি,

পুজোর ক’দিন এমনভাবেই থাকতে ভালবাসি!

এবার পুজোয় মন দিয়েছি ঠাকুর দেখার দিকে,

দুর্গাঠাকুর কেমন করে মারছে অসুরটিকে!

সিঙ্গি কেমন ঘাড় মটকায় মোষ বেচারার, মাগো!

মায়ের হাতে অস্ত্র কতো, মুখে কেমন রাগও!

সারাটা দিন এই কথাটাই ঘুরছে কেবল মনে,

মা যদি হয় দয়াময়ী, মারছে কী কারণে!

আমার মা তো আদর করে, যা চাই তা দেয় হাতে,

দুর্গা মায়ের এ রূপ কেন অসুর ছেলের সাথে!

রাতের বেলা স্বপ্নে শুনি দুর্গা মায়ের গলা,

“অসুর নিধন সত্যি তো নয়, প্রতীকে সব বলা!

পুত্র হলে দুষ্টু ভীষণ, অবাধ্য সব কাজে,

মা-ই তাকে করবে শাসন দুর্গা মায়ের সাজে।

ঐ অসুরই বদলে গিয়ে আবার ভালো হ’লে,

মা-ই তাকে আদর করে আঁকড়ে নেবে কোলে!”

আমরা হলাম লক্ষ্মী ছেলে, শাস্তি পাব কেন?

তোমরা মা-কে ভক্তি কোরো, ভয় কোরো না যেন!!

জয়ঢাকের সমস্ত ছড়া একত্র পাবে এই লিংকে