আগের পর্ব
রুকু রিয়া আজ সক্কাল সক্কাল ঘুম থেকে উঠেছে। মাকে একবারও তাড়া দিতে হয়নি । হবে নাই বা কেন ? আজ যে রুকুরা সিকিম বেড়াতে যাবে । মন খুশিতে ডগমগ । মাও মনে হচ্ছে খুশ মেজাজে আছে । বকাবকি করছে না । রুকু রিয়া খাবার টেবিলে চলে এসো- মা ডাকছে । প্যতি দেজ্যনে র সময় হয়ে গেছে তো । রুকুরা সকলে মিলে একসঙ্গে সকালের জলখাবার খায় । এটা ওদের বহুদিনের অভ্যাস । মা কাল স্পেনসার থেকে ভাল রুটি এনেছে । প্রথমে এল প্যাঁ, ব্যর আর মারমেলাদ । তারপর দে জ্য , লে, ফ্রুট জুস । বাবা অবশ্য কাফে ও লে ই বেশি পছন্দ করে, তাই সেটাও মজুত । রুকুর মাকে নিয়ে খুব গরব । মা কত কী রান্না করে, বেড়াতে নিয়ে যায় । অবশ্য পড়া না পারলে মারও দেয় । তাতে অবশ্য রুকুর কিছু যায় আসে না । বড়োরা একটু আধটু ওরকম মেরেই থাকে । তা তো ওদেরই ভালোর জন্য । তাই না ? আবার শোকোলা , বঁবঁ ও তাদের বরাদ্দ । আর মা ভালোবাসে বলেই তো বকে ।
দেখতে দেখতে বেলা গড়িয়ে এল । রাত আটটায় ত্র্যাঁ ছাড়বে। রুকুদের ছটায় বেরোতে হবে । পুঁটিমাসি ট্রেনে ডিনারের জন্য লুচি, আলুর দম বানাচ্ছে । ইল এ স্যাঁক অর এ দেমি । রুকুরা একেবারে রেডি। বাবা তাক্সি ডাকতে গেছে। মা পুঁটিমাসিকে সব বুঝিয়ে দিচ্ছে । তাক্সি আসতেই রুকুরা হই হই করে উঠে পড়ল। বাবা বলেছে বাড়ি থেকে গার এ যেতে ঘন্টাখানেক লাগবে।
ইল এ সেৎ অর এ দ্য সোয়ার । দার্জিলিং মেল আঁতর আঁ গার । লোকজনের হুড়োহুড়ি ট্রেনে ওঠার জন্য। রুকু মিটিমিটি হাসছে, ওর তো কোনো চিন্তা নেই । ভোম্বল সি অফ করতে আসছে। মা বাবা অবশ্য এখন ও কিছু জানে না । একেবারে চমকে দেওয়ার অপেক্ষা। ভোম্বলকে মনে আছে তো? ভোম্বল রুকুর সেই জেয়াঁ আমি ।
“হাই রুকু, বঁ সোয়ার , মঁনামি” হেঁড়ে গলায় আওয়াজ এল। রুকু দৌড়ে ভোম্বলকে জড়িয়ে ধরল । ভোম্বলও মহা খুশি। ও আবার রিয়ার জন্য শোকোলা এনেছে । রাত আটটা বাজে । এবারে ট্রেন ছাড়ার পালা । ভোম্বলকেও এবারে যেতে হবে। চুপিচুপি ভোম্বল রুকুকে তার ম্যাজিক নাম্বার দিল- ০০১১৯০০১২৩৪। দরকার হলেই ডেকো, আমি হাজির হয়ে যাব। ভোম্বলকে ছাড়তে ইচ্ছে করছে না। ভোম্বলের হাত নাড়া দেখতে দেখতেই ল্য ত্যাঁ কঁমাঁস আ রুলে ।
রুকুরা এখন তাদের কম্পারতিমাঁ তে বসেছে । বাবা ডানদিকের বাঁক্যাত এ বসে জুরনাল পড়ছে । রিয়া একটু আগেও তাদের ছোট্ট শা লালুর জন্য মন খারাপ করছিল, এখন মার পাশে বসে পুপে বার করে খেলছে । রুকু বাবা কোনো চান্স নেয়নি, জানালার পাশে বসেছে । ও এখন থেকে কাল সকাল পর্যন্ত জেগেই থাকবে ঠিক করেছে, যদি কিছু মিস হয়ে যায়! ভাবছে সকলে ঘুমিয়ে পড়লে একবার ম্যাজিক নাম্বারে ফোন করে ভোম্বলকে ডেকে নিয়ে গল্প করবে । রুকুর প্রথম ট্রেন যাত্রা তো !!!! উত্তেজনায় একেবারে টানটান !!!
List of French words
Sl no | French word | Pronunciation | Bengali word |
1 | Petit dejeuner | প্যতি দেজ্যনে | সকালের জলখাবার |
2 | pain | প্যাঁ | পাউরুটি |
3 | beurre | ব্যর | মাখন |
4 | Des oeufs | দে জ্য | ডিমগুলো |
5 | lait | লে | দুধ |
6 | Cafe’ au lait | কাফে ও লে | দুধ দেওয়া কফি |
7 | chocolat | শোকোলা | চকোলেট |
8 | bonbon | বঁবঁ | মিস্টি |
9 | train | ত্র্যাঁ | ট্রেন |
10 | marmelade | মারমেলাদ | জ্যাম |
11 | Il est cinq heures et demie | ইল এ স্যাঁকর এ দেমি | সাড়ে পাঁচটা বাযে |
12 | taxi | তাক্সি | ট্যাক্সি |
13 | gare | গার | স্টেশন |
14 | Il est sept heures de soir | ইল এ সেত অর দ্য সোয়ার | সন্ধে সাতটা বাযে |
15 | Darjeeling mail entre en gare | দারজিলিং মেল আঁত্র আঁ গার | দারজিলিং মেল স্টেশন এ ঢুকল |
16 | Bon soir, mon ami | বঁ সোয়ার, মঁনামি | সুসন্ধ্যা, আমার বন্ধু |
17 | le train commence a rouler | ল্য ত্র্যাঁ কমাঁস আ রুলে | ট্রেন চলতে শুরু করল |
18 | compartiment | কঁপারতিমাঁ | ট্রেনের কামরা |
19 | banquette | বাঁক্যাত | ট্রেনে বসার জায়গা |
20 | journal | জুরনাল | খবরের কাগজ |
21 | Poupe’e | পুপে | পুতুল |
22 | chat | শা | বেড়াল |
23 | geant | জেয়াঁ | দৈত্য |
24 | ami | আমি |
বন্ধু |
ক্রমশ